শিবগঞ্জের ছাত্রলীগ নেতা ফেমাস গোবিন্দগঞ্জে গ্রেপ্তার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা জান্নাতুল ফেরদৌস ফেমাসকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ফেমাস বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দান হাটা ইউনিয়নের ধাওয়াগী খারাপাড়া গ্রামের মিনু মিয়ার ছেলে। শুক্রবার দুপুরে কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, উপজেলার ফুলপুকুরিয়া এলাকায় বিগত ২৪ সালের বিস্ফোরক, মারামারি, ভাংচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই)
সেলিম রেজা জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগ ও ফুলপুকুরিয়া ২৪ সালের ৫ আগষ্টের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে জান্নাতুল ফেরদৌস ফেমাসকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, তাকে আজ শনিবার দুপুরে ফুলপুকুরিয়ার মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

