রোববার থেকে গাইবান্ধায় বৃত্তি পরীক্ষা শুরু, পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৫ হাজার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৫০ PM, ২৭ ডিসেম্বর ২০২৫

Spread the love

স্টাফ রিপোর্টার;

আগামীকাল রোববার থেকে সারাদেশের ন্যায় গাইবান্ধায় জুনিয়র, দাখিল অষ্টম ও ইবতেদায়ী পঞ্চম শ্রেণি বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে। এতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৯শ ৮৪ জন এবং অষ্টম ও ইবতেদায়ী পঞ্চম শ্রেণির মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৩৫ জন। পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।

জুনিয়র বৃত্তি পরীক্ষায় গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯শ ৯৪ জন, সাদুল্লাপুর বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬শ ৬ জন, পলাশবাড়ি এসএম পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫শ ৯৭ জন, ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শ ৭০ জন, সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭শ ৯৬ জন, সাঘাটার বোনারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ৫শ ৬৩ জন ও গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ১শ ৫৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

দাখিল অষ্টম ও ইবতেদায়ী পঞ্চম শ্রেণি বৃত্তি পরীক্ষায় গাইবান্ধা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১শ ৮৬ জন, পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শ ১৪ জন, সুন্দরগঞ্জের ধুমাইটারী সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৩শ ৮৯ জন, গোবিন্দগঞ্জের গোলাপবাগ সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে ৬শ ৩৪ জন, সাদুল্লাপুরের নিয়ামতনগর এন.ইউ শাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১শ ৭৩ জন, সাঘাটার বোনারপাড়া এম.ইউ আলিম মাদ্রাসা কেন্দ্রে ৩শ ৭ জন ও ফুলছড়ির দক্ষিণ বুড়াইল আদর্শ দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৯২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

এদিকে জেলায় বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য জেলা শিক্ষা অফিস ও প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানা গেছে।

জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান বলেন, ইতোমধ্যেই আমি কয়েকটি পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেছি। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে। উল্লেখ্য, রোববার থেকে ৫টি বিষয়ে ৩১ ডিসেম্বর বুধবার পর্যন্ত এই পরীক্ষা চলবে।

আপনার মতামত লিখুন :