গোবিন্দগঞ্জে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ আব্দুর রহিম সরকারের সাংবাদিকদের সাথে মতবিনিময়

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৩৪ PM, ২১ জানুয়ারী ২০২৬

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট সমর্থিত ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ আব্দুর রহিম সরকার স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

বুধবার বিকাল ৪টায় উপজেলা জামায়াত অফিসে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আমীর মাস্টার আবুল হোসাইন সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান উপজেলা সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ সহকারী সেক্রেটারী সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, মশিউর রহমান, প্রচার সেক্রেটারী মাজহারুল ইসলাম আবু আল মাহমুদ প্রমুখ।

মতবিনমিয় সভায় ডা. আব্দুর রহিম বলেন, সমৃদ্ধ গোবিন্দগঞ্জ গড়তে তিনি দীর্ঘদিন থেকে গোবিন্দগঞ্জবাসীর জন্য কাজ করে যাচ্ছেন। জনগণের সাথে থাকার জন্য ফ্যাসিষ্ট সরকারের আমলে তাকে দীর্ঘদিন অন্যায়ভাবে কারাবন্দি করে রাখা হয়েছিল।

এরপরেও তিনি গোবিন্দগঞ্জ বাসীর জন্য প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে নানা উন্নয়ন কাজে সম্পৃক্ত থেকেছেন। তিনি বলেন, রাস্তা-ঘাট সংস্কার, দুর্ঘটনায় নিহত-আহতদের আর্থিক সহযোগিতা, বন্যা কবলিতদের মাঝে ত্রান বিতরণ, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাড়ানো, অসহায় দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা সহ নানা সমাজসেবা মূলক কাজে অংশগ্রহণ করে আসছেন।

ডা. রহিম বলেন, নদী ভাঙ্গন প্রতিরোধ সুগার মিল চালু, ইপিজেড নির্মাণ, কোচাশহরে শিল্পনগরী ঘোষণা, স্বাস্থ্য বিকাশে শিশুদের বিনোদন কেন্দ্র গড়ে তোলার জন্য তিনি অনেক আগে থেকেই বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তিনি আরো বলেন, ইনশাআল্লাহ তিনি নির্বাচিত হলে সমৃদ্ধ গোবিন্দগঞ্জ গড়ে তুলতে মাদক ও দুর্নীতিকে চির বিদায় জানাবেন। এছাড়া তিনি সাংবাদিকদের কল্যানে তাদের পাশে থেকে তাদের পেশার উন্নয়ন ঘটানোর চেষ্টা করবেন।

তিনি আগামী ১২ ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে সাধারণ ভোটাররা যাতে ভোট দিতে পারে এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন :