ফরিদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত – ২

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৩৮ PM, ২৪ জানুয়ারী ২০২৬

Spread the love

 

ফরিদপুর প্রতিনিধি;
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও ইটভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এতে যাত্রীবাহী বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফাঁয়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালায়।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় প্রাণী সম্পদ কার্যালয় সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন।

ওসি জানান, ফরিদপুর থেকে ভাঙ্গামুখী ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে অপরদিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার ও ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ট্রাকের ড্রাইভার নিহত হয়। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত ৮ থেকে ১০ জন যাত্রী। তারা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এছাড়াও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আরও প্রায় ১০ থেকে ১২ জন বাসের যাত্রী।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায় নি। ঘটনাস্থলে পুলিশের তদন্ত ও উদ্ধারকার্য চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মো. আকতার হোসেন জানায়, সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত হয়। এছাড়া প্রায় ২৫-৩০ জন আহত যাত্রী ভর্তি হয়। এরমধ্যে ৮ জন গুরুতর আহত রোগীকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর রেফার্ড করা হয়েছে।

আপনার মতামত লিখুন :