আজ গাইবান্ধায় আসছেন উপদেষ্টা ড. আসিফ নজরুল

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৫৮ AM, ১৯ জানুয়ারী ২০২৬

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

​আসছে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোটকে সামনে রেখে আজ গাইবান্ধা সফরে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জেলা পর্যায়ে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আসিফ নজরুল ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং গণভোটের প্রচার কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।

​জুলাই জাতীয় সনদ-২০২৫-এ লিপিবদ্ধ সংবিধান সংস্কারের প্রস্তাবসমূহের ওপর আগামী ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী গণভোট অনুষ্ঠিত হবে।

এই গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে ভোটারদের উদ্বুদ্ধ করতে এবং জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে সমন্বয় করতেই এই সভার আয়োজন করা হয়েছে।

 

আপনার মতামত লিখুন :