আবদুল খালেক মন্ডল; গাইবান্ধার গোবিন্দগঞ্জ – দিনাজপুর সড়কের কাটামোড় এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু।
গোবিন্দগঞ্জে ঢাকা- দিনাজপুর সড়কে ২৪শে ডিসেম্বর বুধবার বিকাল সারে তিনটার সময় ঢাকাগামী ট্রাকের নিচে চাপা পরে শেফালী বেগম (৩৫) নামের নারীর মৃত্যু হয়েছে।
শেফালী বেগম উপজেলার সাহেবগঞ্জ গ্রামের রেজাউল করিমের স্ত্রী।
জানাগেছে, রেজাউল করিম তার স্ত্রী শেফালীকে নিয়ে ডাঃ দেখানোর উদ্দেশ্য গোবিন্দগঞ্জ শহরে যাচ্ছিল।
পথে মোটরসাইকেল নিয়ে কাটামোর এলাকায় পৌছলে পিছন থেকে আসা মালবাহ ট্রাক (ঢাকা-মেট্রো-ট ১৩-৪৫২৫) চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।