গাইবান্ধায় কাটা গাছের চাপা পড়ে দুই বোনের মৃত্যু

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৫৪ AM, ০২ জানুয়ারী ২০২৬

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

‎ গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আব্বাসের মোড় এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যার সময় গাছ কাটার সময় কাটা গাছের নিচে চাপা পড়ে ফিহামনি (১১) ও জান্নাতি আক্তার (২) নামে সহদর দুই বোনের মৃত্যু হয়েছে। নিহতরা ওই গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।

‎স্থানীয়রা জানায়, রঘুনাথপুর গ্রামের আব্বাসের মোড় এলাকায় মধু মিয়া ও মতিউর রহমানের বাড়িতে সকাল থেকেই গাছ কাটার কাজ করছিল। সন্ধ্যার সময় প্রতিবেশী ফরিদ মিয়ার মেয়ে ফিহামনি তার ছোট বোন জান্নাতি আক্তারকে কোলে নিয়ে গাছ কাটার দৃশ্য দেখতে গেলে হঠাৎ করে গাছের মোটা ডাল তাদের মাথার ওপর পড়লে তারা গুরুতর আহত হয়। এসময়

‎গাছের মালিক মধু মিয়া ও মতিউর রহমান বিষয়টি ধামাচাপা দিতে তড়িঘড়ি করে গাছের পাতা দিয়ে শিশু দুটিকে ঢেকে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

‎এদিকে সন্ধ্যার পর থেকে পরিবারের লোকজন তাদেরকে খুঁজতে থাকে। কোথাও খুঁজে না পেয়ে রাত ৮টার দিকে নিহতদের বাবা ফরিদ মিয়া গাছের নিচে চাপা পড়া অবস্থায় তার দুই মেয়েকে মরা অবস্থায় দেখতে পান। সাথে সাথে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে লাশ উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ‎পরে গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ এসে কাটা গাছের নিচ থেকে তাদের লাশ উদ্ধার করে।

‎নিহতদের বাবা ফরিদ মিয়া অভিযোগ করে বলেন, ঘটনার সময় সাথে সাথেই যদি তার মেয়েদের উদ্ধার করা হতো, তাহলে হয়তো তারা বেঁচে যেত। তাই তিনি হত্যাকাÐের সাথে জড়িতদেও শাস্তি দাবি করেন।

‎গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) শ্রী সুমঙ্গল কুমার দাশ বলেন, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন :