গাইবান্ধা-৪ আসনে মনোনয়নপত্র গ্রহণ না করার অভিযোগ 

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:২২ AM, ০২ জানুয়ারী ২০২৬

Spread the love
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সহকারী রির্টার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে মনোনয়নপত্র গ্রহণ না করার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বৃহস্পতিবার (০১ জানুয়ারী) বিকেলে গোবিন্দগঞ্জে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন গণফোরামের প্রার্থী ছামিউল আলম রাসু।
লিখিত বক্তব্যে ছামিউল আলম রাসু অভিযোগ করে বলেন, যথাসময়ে সহকারী রির্টার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার কাছে মনোনয়নপত্র জমা দিতে যাই। এসময় তিনি সকল কাগজপত্র দেখে একটি কাগজ সত্যায়িত নেই বলে আমাকে অবগত করেন। সেসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রওশানুল কাওছার কাছে ওই কাগজ সত্যায়িত করতে গেলে সই না করে কাগজ ফেরত দেন তিনি। সেখান থেকে আবারও সহকারী রির্টার্নিং কর্মকর্তার কাছে যাই। কিন্তু সহকারী রির্টার্নিং কর্মকর্তা যথাসময়ে কাগজপত্র জমা না দেওয়ার অজুহাতে কাগজপত্র ফেরত দেন। ফলে আমি প্রার্থী হতে পারিনি। ফলে প্রার্থী হতে আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করছি।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রওশানুল কাওছার বলেন, প্রার্থী একটি কাগজে স্বাক্ষর নিতে আমার কাছে আসলে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করি। সেসময় তিনি বলেন স্বাক্ষর করবেন কিনা তা আপনার ব্যাপার। আমাকে কেন ফোন দিয়ে জানতে হবে। তিনি আরও বলেন, যদি প্রার্থীর সার্টিফিকেট সঠিক না হয় তাহলে আপনাকে তার দায় নিতে হবে।
এ বিষয়ে সহকারী রির্টার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার কাছে জানতে চাইলে তিনি বলেন, যথাসময়ে প্রার্থী কাগজপত্রসহ যথাসময়ে অনুপস্থিত থাকায় তার মনোনয়নপ্রত্র গ্রহণ করা হয়নি।

আপনার মতামত লিখুন :