গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:০৪ PM, ১৪ জানুয়ারী ২০২৬

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে শহরের কলেজপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
‎ডিবি পুলিশ সূত্র জানায়, রাত আনুমানিক সাড়ে ৯টা দিকে গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করে। অভিযানের নেতৃত্ব দেন গাইবান্ধা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম।

পুলিশের দাবি, আসিফ সরকার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে নাশকতার মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত আসিফ সরকারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

আপনার মতামত লিখুন :