নারী পুলিশ কল্যাণ সমিতির উদ্যোগে গোবিন্দগঞ্জে শতাধিক এতিম শিশুদের মধ্যে কম্বল ও অনুদান প্রদান
স্টাফ রিপোর্টার;
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের কাচের চড়া কওমি ও হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গণে এতিম শিশুদের মধ্যে কম্বল ও অনুদান প্রদান করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারী) দুপুরে গাইবান্ধা নারী পুলিশ কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে বিভিন্ন এতিমখানা শতাধিক শিশুর মধ্যে এ কম্বল ও অনুদান প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ইসরাত জাহান বীথি, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. শরীফ আল রাজীব, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার কাজরিমা আক্তার, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ হিপজুর আলম মুন্সি ও গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ।

