অভিনন্দন আবৃত্তিচর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী ‎গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:২২ PM, ১১ জানুয়ারী ২০২৬

Spread the love

‎গাইবান্ধা প্রতিনিধি;

‎গাইবান্ধার স্বনামধন্য আবৃত্তি সংগঠন-অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্র প্রতিষ্ঠার ২৩ বছর পূর্তি উপলক্ষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়। সংগঠনটি গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করে।

‎শিশুদের সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ‘আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে’ শীর্ষক অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন সমাজসেবকÑরাজনীতিক শাহাদাত হোসেন সুজা, ক্রীড়া ব্যক্তিত্ব-পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেল ও আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক-জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু।

অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তি প্রমতোষ সাহা, লেখক-শিক্ষাবিদ জহুরুল কাইয়ুম, সুজন সভাপতি জিয়াউল হক কামাল, রাজনীতিক মিহির ঘোষ, অবসরপ্রাপ্ত শিক্ষক অনুসুয়া দাশ মণি, শিক্ষা কর্মকর্তা রাবিয়া বেগম, সাবেক কাউন্সিলর নিয়াজ রহমান লোটন ও দিলরুবা ঝর্ণা, সংগঠনের কৃষ্ণা দাশ, সাংবাদিক ময়নুল ইসলাম প্রমুখ। বিশেষ অবদানের জন্য সাংস্কৃতিক ব্যক্তি মাহমুদ সাগর মহব্বতকে তবলায় ও কবি রজতকান্তি বর্মনকে কবিতায় সম্মাননা দেওয়া হয়। বরেণ্য অতিথিবৃন্দ সংবর্ধিত দুই গুণীজনকে উত্তরীয় পরিয়ে ক্রেস্ট ও অন্যান্য উপহার হাতে তুলে দেন।

‎সংগঠনের পরিচালক কবি দেবাশীষ দাশ দেবু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কবি-আবৃত্তিকার গৌতমাশীষ গুহ সরকারের উপস্থাপনায় অনুষ্ঠানে শিশু শিল্পীরা সংগীত, নৃত্য, ছড়া ও কবিতা আবৃত্তি করে। তাদের পরিবেশনায় দর্শক-শ্রোতারা মুগ্ধ হন।
‎উল্লেখ্য, ১লা জানুয়ারি ছিল অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে অনুষ্ঠান পেছানো হয়।

আপনার মতামত লিখুন :