নিজ এলাকায় মোঃ জিয়াউল হক জরুরী সংবাদ সম্মেলন করেন “এক দেশে দুইনীতি, মানিনা মানব না”

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:১৫ AM, ০৪ জানুয়ারী ২০২৬

Spread the love

স্টাফ রিপোর্টার;

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোকে এক দেশে দুইনীতি মানা হবে না, এই স্লোগানকে সামনে রেখে একটি জরুরী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় এই সংবাদ সম্মেলন আয়োজিত হয়।

১৪০ জামালপুর-৩ মেলান্দহ মাদারগঞ্জ আসন এর মো: জিয়াউল হক গণফোরামের প্রার্থী তার দবি কৌশলে তার নমিনেশন জমা নেয়নি যথাসময়ে উপস্থিত থাকার পরেও তিনি বলেন, জেলা প্রশাসক মোঃ ইউসুফ মিয়ার সহকারী রির্টার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ৫ টার পরেও বিভিন্ন ক্ষমতাশীল প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করলেও যথাসময়ে উপস্থিত থাকার পরেও জামালপুর প্রধান রির্টার্নিং কর্মকর্তা আমার মনোনয়নপত্র গ্রহণ করেননি।

এদিকে নীলফামারী-২ আসনের ধানের শীষের প্রার্থী মনোনয়নপত্রের মূল কাগজপত্র সময় মতো জমা দিতে ব্যর্থ হয়, তারপরও তার নমিনেশন জমা হয়। ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) সহকারী রির্টার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমি কোনো অন্যায় করতে পারবো না, জুনায়েদ সাকিকে রিটার্নিং কর্মকর্তা বলেন তারপরও তার নমিনেশন জমা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রশাসন অদৃশ্য শক্তির সাথে হাত মিলিয়েছেন আমি মনে করি এখন পর্যন্ত নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি।সাধারন মানুষ যাতে এ নির্বাচনে আংশ গ্রহন না করতে পারে তার সকল ব্যবস্থার আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে জেলা রির্টার্নিং কর্মকর্তা মোঃ ইউসুফ মিয়ার কাছে জানতে চাইলে তিনি কোন কথা না বলে এড়িয়ে যান।

আপনার মতামত লিখুন :