জাতীয় সাংবাদিক সংস্থা গাইবান্ধা জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট কমিটি
গাইবান্ধা প্রতিনিধি;
গত ৩০শে ডিসেম্বর, ২০২২ইং রোজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কার্যালয় থেকে সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন স্বাক্ষরীত পত্রে গাইবান্ধা জেলা কমিটি অনুমোদন দিয়েছেন।
উক্ত কমিটিতে মো. আবেদুর রহমান স্বপন (দৈনিক ইনকিলাব জেলা প্রতিনিধিকে সভাপতি ও মো. সাজাদুর রহমান সাজুকে দৈনিক সংবাদ প্রতিদিন ও উত্তরকোণ গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধিকে সাধারণ সম্পাদক, মোঃ ফজলে রাব্বী দৈনিক বাংলাদেশ সময় জেলা প্রতিনিধিকে সহ সভাপতি, মোঃ জিল্লুর রহমান সরকার (দৈনিক চাদনী বাজার গোবিন্দগঞ্জ প্রতিনিধিকে সহ সভাপতি, আনোয়ার হোসেন দৈনিক ঢাকার ডাক গাইবান্ধা প্রতিনিধি যুগ্ম সস্পাদক, মোঃ পাপুল সরকার দৈনিক বাংলাদেশ সমাচার পলাশবাড়ী প্রতিনিধি সাংগঠনিক সস্পাদক, শাহিন খন্দকার দৈনিক খবরপত্র গোবিন্দগঞ্জ প্রতিনিধি দপ্তর সস্পাদক, সাহাবুল ইসলাম দৈনিক দাবানল সাঘাটা প্রতিনিধি অর্থ সস্পাদক, সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর দৈনিক করতোয়া জেলা প্রতিনিধি সস্মানিত কাযকরী সদস্য, কাজী আমিরুল ইসলাম ফকু নির্বাহী সস্পাদক সাপ্তাহিক অবিরাম কার্যকরী সদস্য মোঃ নুরুল ইসলাম অপারাধ কন্ঠ গাইবান্ধা প্রতিনিধিকে সদস্য করে ১১সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
গাইবান্ধা জেলা কমিটির পক্ষ থেকে নব নির্বাচিত সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজু কৃতজ্ঞতা জানিয়ে কেন্দ্রীয় সভাপতি ও প্রতিষ্ঠাতা জনাব আলতাফ হোসেন স্যার,মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলামকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মো. আলমগীর গনি, মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. আব্দুল মজিদ।

