গোবিন্দগঞ্জে ১৪ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ৩

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৫৮ PM, ০২ জানুয়ারী ২০২৩

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৪ কেজি গাঁজা সহ তিন যুবককে গ্রেপ্তার করেছে হাইওয়ে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামীরা হলো- লালমনিরহাট সদর থানা এলাকার আটবিল ধারসকর গ্রামের মৃত আনছার আলীর ছেলে নজরুল ইসলাম (৪০), খোচাবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে লিমন মিয়া (২৬) ও তালুখাড়াটি গ্রামের নুর আলমের ছেলে মিলন মিয়া (২৬)।

থানা সূত্রে জানা গেছে, সোমবার (২ জানুয়ারী) রাত পৌঁনে ৮টার দিকে হাইওয়ে থানা পুলিশ মাদক উদ্ধারের নিমিত্তে নিয়মিত অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার ফাঁসিতলা বাজারস্থ ওভার ব্রিজের পূর্বপাশে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী করে। এসময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বগুড়াগামী (ঢাকা-মেট্রো-ন-১৭-১৭৮১) একটি পিকআপে বিশেষ কায়দার কেবিনের ভেতরে রাখা বস্তায় ১৪ কেজি গাঁজা উদ্ধার সহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় একটি পিকআপ জব্দ করা হয়েছে। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীদের মামলা দায়েরের পর গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন :