লাখাইয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা যুবকের, মৃত্যুতে নানা গুঞ্জন
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাইয়ে গালায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে যুবক।
সরেজমিনে গিয়ে জানা যায়, বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামের (আসমতনগর) ছুরত আলীর ছেলে মফিজুল হক (২৮) কাঠের ষ্ট্যান্ডের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে।
মৃতের স্বজনরা জানান, ঘটনাটি ঘটেছে রবিবার (১ লা জানুয়ারী) ২৩ দিবাগত সন্ধা ৭ টার সময়। মৃতের ২ বোন( নাম প্রকাশে অনিচ্ছুক) তারা তাদের ভাই কাঠের মশারির ষ্ট্যান্ডের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে আছে তাৎক্ষনিক তারা লাশ নামিয়ে মৃতে মাথায় পানি ঢালতে শুরু করে কিন্তু তাতে কোন ফল হয় নাই এর পরই সমাজে জানা জানি হয়ে যায়।
এর পর লাখাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়া সংবাদ পাওয়ার পর লাখাই থানার এস আই দেবাশিষ তালুকদার সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ঘটনা স্হলে পৌছে মৃতের লাশ সুরতহাল তৈরী করে মৃতের লাশ লাখাই থানায় নিয়ে আসে।
সোমবার ( জানুয়ারি) লাশ হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে।
এ ঘটনায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
তারা বলেন, কাঠের মশারীর ষ্ট্যান্ডের সাথে কি করে গলায় ফাঁস লাগে বিষয়টি বুধগম্য নয়। আবার কেউ কেউ বলে মৃতের মাথায় সমস্যা ছিল।
এ ব্যাপারে লাখাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়া জানান, ময়না তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে তখন আইনী ব্যবস্থা নিব। ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলতে পারব না।

