হবিগঞ্জের বাহুবলে মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
আজিজুল হক সানু, হবিগঞ্জ প্রতিনিধি;
হবিগঞ্জের বাহুবলে ‘আকিলপুর আশার আলো স্পোর্টিং ক্লাব’এর উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার বিকেল ৪টার দিকে উদ্বোধন করা হয়। আকিলপুর মাঠে আকিলপুর আশার আলো ফুটবল স্পোর্টিং ক্লাব আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সহ সভাপতি আব্দুর রকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেম্বার মোঃ বিলাত মিয়া,ব্যবসায়ী হাজী সানু মিয়া, মুরুব্বি আব্দুল গণি তালুকদার, সাবেক ছাত্রনেতা মিয়া মোহাম্মদ সিজিল,ব্যবসায়ী সালেহ আহমেদ আবিদ,নুর উদ্দিন, হেলাল আহমেদ, জনাঈদ আহমেদ,সিরাজুল ইসলাম,হাবিবুর রহমান সিজিল, সোহেল মিয়া সহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

