ফেনসিডিল সহ দুই যুবক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১ হাজার ৪৮ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জেলা পুলিশ প্রেস ব্রিফিং করে গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
শুক্রবার বেলা ১১টায় গোবিন্দগঞ্জ থানা চত্বরে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার কামাল হোসেন বলেন, মাদকদ্রব্য যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে। এছাড়া পুলিশ মাদক নিয়ন্ত্রণে সব সময় কাজ করে যাচ্ছে। শুধু পুলিশই নয়, এর পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন হতে হবে। ছেলে-মেয়েরা কোথায় যায় কি করে তার খোঁজ খবর নিতে হবে। পুলিশের সঙ্গে গণমাধ্যমও মাদক নির্মূলে ভূমিকা রাখছেন ।
প্রেস ব্রিফিংকালে অন্যান্যেদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম, ট্রাফিক ইনস্পেক্টর (টিআই) নূর আলম সিদ্দিক সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নিয়মিত মাদক নির্মূলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার বকচর কোল্ড ষ্টোর নামকস্থানে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালায় পুলিশ। এসময় একটি পিকআপে বিশেষ কায়দার রাখা কাঠের গুড়ার প্লাষ্টিকের বস্তার নিচে চারটি বস্তায় ১০৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার সহ দুই আসামীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ফেনসিডিল বহনকারী একটি পিকআপ জব্দ করা হয়েছে। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলো- লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পাটগ্রাম সাহেব ডাংগা গ্রামের ইব্রাহীম খলিলের ছেলে রবিউল ইসলাম (১৯) ও একই গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে ইমরান আলী (২১)।

