লাখাইয়ে আইন শৃংখলা রক্ষায় আটক ২

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:১৫ PM, ২৮ ডিসেম্বর ২০২২

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

লাখাই থানার পুলিশ আইন শৃংখলা রক্ষার্থে ২ আসামী কে আটক করেছে মর্মে খবর পাওয়া গেছে।

থানা সুত্রে জানা যায় মঙ্গলবার বিকেলে লাখাই থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নুনু মিয়ার কাছে সংবাদ আসে যে মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই গ্রুোপের মাঝে মারামারি সংবাদ প্রাপ্ত হয়ে তাৎক্ষনিক তিনি এস আই মিজান উল হক আদেশ প্রাপ্ত হয়ে সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ঘটনা স্হলে পৌছে আইন শৃংখলা ও শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ২ জন কে আটক করে।

আসামীরা হলেন- সুনেশ্বর গ্রামের মৃত আঃ রহমানের ছেলে  আঃ ছাওার (৬৫) ও আলী রাজার ছেলে হাফিজুল ইসলামকে (২১) আটক করে।

আটককৃত আসামীদেরকে বুধবার (২৯ ডিসেম্বর) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

 থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নুনু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আইন শৃংখলা রক্ষার্থে কাঃ বিঃ ১৫১ ধারায় তাদেরকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :