বাহুবলে উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:০১ PM, ২৩ ডিসেম্বর ২০২২

Spread the love
আজিজুল হক সানু, হবিগঞ্জ প্রতিনিধি;

বাহুবলে উপজেলা ছাত্রলীগের ঘোষিত কমিটিকে স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

গত ২২ ডিসেম্বর হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক পত্রে পুনরায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে। জানা যায়, জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষরিত একটি পত্রে ডা: আ: রব শোভন সভাপতি,মোহাম্মদ ইমান আলী সাধারণ সম্পাদক ও মোঃ আবু আহমেদ মুন্নাকে সাংগঠনিক সম্পাদক করে গত ২১ ডিসেম্বর বাহুবল উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

এতে ঘোষিত কমিটির বিরুদ্ধে আওয়ামীলীগ সহ দুর্দিনে আন্দোলন সংগ্রামকারী ছাত্রলীগের অধিকাংশ নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। বাহুবল সদর ইউপির দলীয় মনোনীত সাবেক চেয়ারম্যান প্রার্থী রিফাত ইসলাম মুরাদ জানান, গত নির্বাচনে আ: রব শোভন নৌকার বিপক্ষে কাজ করেছে।

তাছাড়া সরকার বিরোধী কর্মকাণ্ডে সক্রিয় ভুমিকা পালন ও বিবাহিত লোকের সংখ্যাই বেশি রয়েছে। তাছাড়া সে একজন ডাক্তার হিসেবে কর্মরত। উপজেলা যুবলীগের সদস্য ফজলু মিয়া সহ  অনেকেই অভিযোগ করে বলেন, দলীয় নির্বাচনে বিপক্ষে প্রচারণা আর সুযোগ সন্ধানী কেউই ছাত্রলীগে ঠাঁই হওয়ার কথা নয়। তাছাড়া তালিকাকৃত কমিটিতে অধিকাংশ দলীয় আন্দোলন,সংগ্রামে গা-ঢাকা লোক রয়েছে। ওদের দ্বারা সরকারের ভাল কিছু আসা করা অনিশ্চিত।

এদিকে, গত ২২ ডিসেম্বর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন পুনরায় এক আদেশে ঘোষিত কমিটিকে স্থগিতাদেশ দিয়েছেন।

এ ব্যাপারে বাহুবল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হাই বলেন, দলের নিবেদিত প্রাণের কর্মীদের মূল্যায়ন করা হোক। ভাড়াটিয়া ও মাদক ব্যবসায়ী লোক দিয়ে গঠিত কমিটির উপর ভরসা করা যাবে না। সাধারণ সম্পাদক সাইফুদ্দিন লিয়াকত বলেন, বন্যার মত ভেসে আসা লোকের ঠাঁই না দিয়ে যারা মাঠেঘাটে দলের কাজ করেছেন এবং করবেন এমন লোকদের কমিটিতে নিয়ে আসা দরকার।

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মোশাররফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘোষিত কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন :