পলাশবাড়ীর কালিবাড়ী বাজারে অগ্নিকান্ডে প্রায় চার কোটি টাকার ক্ষতি

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৫৬ PM, ২৩ ডিসেম্বর ২০২২

Spread the love

 শাহারুল ইসলাম, পলাশবাড়ী;

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের কালিবাড়ী বাজারে অগ্নিকান্ডে প্রায় চার কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২৩ ডিসেম্বর শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকান্ড ঘটে। তৎক্ষনাত পলাশবাড়ী ফায়ার সার্ভিস অগ্নিকান্ড ঘটনাস্থলে পৌছে প্রায় ৪ ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মশিউর রহমান জানান, অগ্নিকান্ড ছড়িয়ে পড়লে তাৎক্ষনিকভাবে গাইবান্ধা ও গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। আশপাশে পানির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত পুকুর থেকে ফায়ার সার্ভিস পানি সরবরাহ করে আগুন নেভাতে সক্ষম হয়।

কালিবাড়ী বাজারের প্রবেশদ্বার মুখে মরহুম ইছা ফকিরের বাসা ও দোকানের পার্শ্বে মরহুম কছিম উদ্দিন সরকারের জায়গাতে প্রায় ২৫/২৬টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। অগ্নিকান্ডে ১০/১২ দোকানের অংশিক ক্ষয়ক্ষতি হয়েছে তবে একটি ঔষধের দোকান, একটি চালের দোকান, একটি কাপড়ের দোকান ও একটি সিলভারের দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণ আশপাশের দোকান গুলো থেকে মালামাল গুলো সরিয়ে না নিলে আরো ব্যাপক ক্ষতির সম্ভাবনা ছিল।

সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, থানা অফিসার ইনচার্জ ও পৌর মেয়র ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিপূরণের আশ্বাস প্রদান করে সবাইকে ধর্য্য ধারণ করার জন্য পরামর্শ দেন। তবে কি কারণে আগুনের সূত্রপাত ঘটেছে এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

আপনার মতামত লিখুন :