মেধা যাচাইয়ের লক্ষে পলাশবাড়ীতে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার;
গাইবান্ধার পলাশবাড়ীতে মেধা যাচাইয়ের লক্ষে কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজের শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্থানীয় পলাশবাড়ী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা এবং উপজেলার মনোহরপুর ইউনিয়নের গোডাউন বাজার এলাকায় বিকেএস মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির উদ্যোগে কেন্দ্র দু’টিতে উপজেলার ৯টি কিন্ডারগার্টেন স্কুলের প্রায় ৩ শতাধিক শিশু শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
বৃত্তি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাহ্ মো. মাহাবুবুর রহমান, যুগ্ম মহাসচিব আসাদুজ্জামান বিপ্লব, দপ্তর সচিব লুৎফল্লাহ ও কেন্দ্র সচিব হাসান আলী প্রমুখ।
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সাধারণ গ্রেডে শতকরা ২০জন ও ট্যানেন্টপুলে শতকরা ১০জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, শিক্ষা উপকরণ, ও এককালীন অর্থ প্রদান করেন সংগঠনটি।

