আজিজুল হক সানু, হবিগঞ্জ;
পীরে তরিকত,রাহনুমায়ে শরিয়ত, সুলনুল মুনাজিরিন,আল্লামা ছাহেব কিবলা সিরাজনগরী (মা:জি:আ:) বলেছেন, মানুষ দুনিয়ার এ সামান্য সময়ের জীবন-যাপনকে বেশি গুরুত্ব দেয় এর চেয়ে তুলনাহীন পরকাল। কেননা, পরকাল হবে সীমাহীন। যেখানে জীবনের শুরু আছে কিন্তু শেষ বলতে কিছু নেই।
তিনি আরও বলেন, পরকাল নিয়ে মানুষকে চিন্তা-ভাবনা করতে হবে। তাই যেকোনো কাজ আরম্ভ করার আগে আল্লাহকে স্মরণ করুন।
গতকাল সোমবার রাত ১০টার দিকে হবিগঞ্জের বাহুবলের দ্বিগাম্বর ছিদ্দিকিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক, কাজী জাহাঙ্গীর আলম ফারুকীর সভাপতিত্বে আব্দানারাইন বাস ভবনে ৮ম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলেচনাকালে নসিহত মূলক উপরোক্ত কথাগুলো বলেন।