লায়ন্স ক্লাব বগুড়া আইডিয়ালের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:০৬ PM, ১৭ ডিসেম্বর ২০২২

Spread the love

নিজস্ব প্রতিবেদক;

‘মানবতায় সমাজ গড়ি’এই স্লোগানকে সামনে রেখে লায়ন্স ক্লাব বগুড়া আইডিয়ালের উদ্যোগে ও বিএসআরএম এর সহযোগিতায় আজ (১৭ ডিসেম্বর) শনিবার নন্দীগ্রামের, ভদরা, সোনাকানিয়া বাজার পল্লীতে ও স্হানীয় একটি মাদ্রাসায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়।

বেলা ২টায় লায়ন্স ক্লাব অব বগুড়া আইডিয়াল আয়োজিত এ অনুষ্টানে উপস্তিত ছিলেন, সম্মানিত পিডিজি লায়ন মোজাম্মেল হক পিএমজেএফ, বিএসআরএম এর সেলস হেড নর্থবেঙ্গল, লায়ন মোস্তাফিজুর রহমান, মোঃআবিল আমান, সহ-ম্যনেজার, রংপুর, লায়ন্স ক্লাব আইডিয়ালের প্রতিষ্ঠিতা সম্মানিত লায়ন মাহমুদ হোসেন পিন্টু, ক্লাব প্রেসিডেন্ট লায়ন মির্জা আহছানুল হক দুলাল, রিজোন চেয়ারপার্সন লায়ন হাসনাত জাহান,

ক্লাব সেক্রেটারি লায়ন একরাম হোসেন, লায়ন লিটন, অধ্যক্ষ লায়ন ছামিউল আলম রাসু, লায়ন তুষার সহ লিও ও লায়ন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। লায়ন নেতাদের বক্তব্য ও বস্ত্রপ্রদানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

আপনার মতামত লিখুন :