যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এ দিবসটি পালন করা হয়। এতে জেলা প্রশাসক ইশরাত জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ -৩ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো: আবু জাহির।
সভায় আলোচকবৃন্দ ১৪ ডিসেম্বর শহিদদের স্মৃতিতে বক্তব্য রাখেন এবং দুআ মোনাজাত করা হয়। পরবর্তীতে সন্ধায় জেলার প্রাণকেন্দ্রে দুর্জয় হবিগঞ্জ এ আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে শহিদদের প্রতি সম্মান জানানো হয়।
এসময় জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তর, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।