শুরু হলো কাতার বিশ্বকাপ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৫২ PM, ২০ নভেম্বর ২০২২

Spread the love

ডিবিসি প্রতিবেদক;

জমকালো আয়োজনে পর্দা উঠল কাতার বিশ্বকাপের। আল বাইত স্টেডিয়ামে স্থানীয়দের পারফরম্যান্সের মধ্য দিয়ে শুরু হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। কাতারের ঐতিহ্যবাহী পাফরম্যান্স দেখানো হয় উদ্বোধনী অনুষ্ঠানে।

৩০ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয়দের সঙ্গে পারফর্ম করেন বিটিএসের সদস্য জাংকুক, কাতারের গায়ক ফাহাদ আল কুবাইসি, ফিফা বিশ্বকাপের শুভেচ্ছাদূত ঘানিম আল মুফতাহ, ও কাতারের আরেক গায়ক দানা। শুরুতে বিশ্বকাপের ট্রফি মাঠে আনেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্সের সাবেক ডিফেন্ডার মার্সেল ডেসাইয়ি।

এরপর স্থানীয়দের ডিসপ্লে চলে কিছুক্ষণ। ডিসপ্লের পর স্টেজে আসেন আমেরিকান কিংবদন্তি অভিনেতা মরগ্যান ফ্রিম্যান। তার সঙ্গে স্টেজে উপস্থিত ছিলেন স্থানীয় ইউটিউবার ঘানিম আল মুফতাহ। নিজেদের বক্তব্যে সারা বিশ্বের শান্তি ও সম্প্রতি কামনা করেন ফ্রিম্যান ও ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো।

এরপর অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা নিয়ে মাঠে চলে ডিসপ্লে। বিশ্বকাপের আগের আসরগুলোর কালজয়ী থিম সংয়ের সঙ্গে চলে সেই ডিসপ্লে। পতাকাবাহী ডিসপ্লের পর স্টেজে আসেন জাংকুক। তিনি পারফর্ম করেন ৫ মিনিট। তার সঙ্গে উপস্থিত ছিলেন কাতারের সংগীতশিল্পী ফাহাদ আল কুবাইসি।

এরপর ফুটবলের ইতিহাস নিয়ে একটি ভিডিও ট্রিবিউট উপস্থাপন কর হয়। সেটি শেষে উদ্বোধনী বক্তব্য রাখেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তিনি বিশ্বকাপের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন ঘোষণা করার পর মাঠে আনা হয় এবারের বিশ্বকাপের ম্যাসকট লায়িবকে। স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের স্বাগত জানায় লায়িব। এ সময় উপস্থাপন করা হয় আগের বিশ্বকাপের সব ম্যাসকটকে।

একইসঙ্গে উপস্থাপন করা হয় চলতি বিশ্বকাপের লোগো। এরপর ঐতিহ্যবাহী আতশবাজীর খেলার মধ্যে দিয়ে বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে সমাপ্তি টানা হয় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।

আপনার মতামত লিখুন :