লাখাইয়ে পলাতক দুই আসামী গ্রেপ্তার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৫৩ PM, ২০ নভেম্বর ২০২২

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জের লাখাইয়ে পলাতক ২ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, উপজেলার মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামে এএস আই আবেদ আলী সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে পরোয়ানা ভুক্ত ২ আসামীকে গ্রেপ্তার করেছে।

এএস আই আবেদ আলী সঙ্গীয় পুলিশ ফোর্স সহ শনিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- সিরাজ উদ্দিনের ছেলে মোঃ জসিম উদ্দিন ও আমীর আলীর ছেলে সুহিন মিয়া।

থানা সুত্রে জানা যায়, আসামীদের বিরুদ্ধে মাদক সহ বিভিন্ন থানার একাধিক মামলার আসামী। গ্রেপ্তারকৃত আসামীদেরকে হবিগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করা হয়েছে। আসামী গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে লাখাই থানার অফিসার্স ইনচার্জ এম এন মিয়া জানান, এ অভিযান অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন :