হবিগঞ্জে জার্মান ফুটবল ফ্যান ক্লাবের পতাকা শোভা যাত্রা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৫২ PM, ১৯ নভেম্বর ২০২২

Spread the love
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) ;
গতকাল শুক্রবার বিকেলে (১৮ নভেম্বর)  ৪ ঘটিকায় হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে জার্মান ফুটবল দলের সমর্থকদের নিয়ে ৬৬ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট জার্মান পতাকা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
যা হবিগঞ্জ জেলার সবচেয়ে দীর্ঘবিশিষ্ট জার্মান পতাকা।
এতে উপস্থিত ছিলেন, অজিত চন্দ্র দেবনাথ,মাহবুব,হোসাইন,মোঃ রিহান উদ্দিন,শামীম,মোঃ শাহ আলম,জাকির হোসেন জাহান,মোঃ সানজিদ ইসলাম সোহেল,মোঃ হাবীবুর রহমান,দূর্গাচরণ শুক্লবৈদ্য,অমৃত লাল গোপ,নয়ন, সৃজন দেবনাথ অর্নব, নিবিড় আহমেদ, সুখদেব,আলীরাজ,কাউচার আহমেদ,অর্নব দেব ও শুভ ভট্টাচার্য, কণিকা রাণী, ও শেফালী বৈদ্য।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন  অজিত চন্দ্র দেবনাথ।উপস্থিত সবাই বিশ্বকাপে জার্মানদের সফলতা কামনা করেন। জার্মান ফ্যান ক্লাব আশা করে বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা যেন কোন হানাহানির কোন ঘটনা না ঘটে।

আপনার মতামত লিখুন :