গোবিন্দগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৫১ AM, ১৮ নভেম্বর ২০২০

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবি/২০২০-২১ মৌসুমে বন্যায় ক্ষয়-ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য কৃষি পূর্ণবাসন ও রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

কৃষি অফিস চত্বরে বুধবার (১৮ নভেম্বর) কাল ১১টায় গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খালেদুর রহমানের সঞ্চালনায় সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথী গাইবান্ধা- ৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী মহোদয় ঢাকায় থাকার কারণে সার ও বীজ বিতরণ অনুষ্ঠান মোবাইল কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন।

এতে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান। এসময় উপজেলা বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :