কালীগঞ্জে আমন ধান কাটা শুরু
আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;
অগ্রহায়ণ মাস, বাতাসে শীতের আমেজ, সকালে ধানের পাতায় শিশির বিন্দু। এর মধ্যে শুরু হয়েছে গাজীপুর কালীগঞ্জ উপজেলায় রোপা আমন ধান কাটা ও নবান্ন উৎসব।
কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস বুধবার (১৮ নভেম্বর) চুপাইর গ্রামে ২০২০-২০২১ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে কৃষক কামাল হোসেন শেখ এর জমিতে স্থাপিত ব্রি ধান-৮৭ প্রদর্শনীর নমুনা শস্য কর্তন করা হয়।
উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম জানান, ব্রি ধান-৮৭ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত রোপা আমনের একটি মেগা ভ্যারাইটি। নমুনা শস্য কর্তনে এ ধানের ফলন পাওয়া গিয়েছে ৪.৬৫ মে.টন।
নমুনা শস্য কর্তনে উপস্থিত ছিলেন, চুপাইর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, পৌরসভা ব্লকের এসএএও মোঃ শাহজাহান শেখ ও বক্তারপুর ব্লকের এসএএও মোঃ এরশাদ উল্যাহ্ প্রমুখ।

