গোবিন্দগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের কাটা মোড়ের একটি নির্মাণাধীন ঘর থেকে অজ্ঞাত (২৫) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গলায় তার পরনের শার্টের অংশ দিয়ে পেচানো ছিলো।
সোমবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। স্থানীয়দের ধারণা, তাকে শার্টের ওই অংশ দিয়ে শ্বাসরোধে হত্যা করা হতে পারে।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন বলেন, তার প্যান্টের পকেট থেকে ‘সজিব’ লেখা একটি ছবি উদ্ধার করা হলেও সঠিক পরিচয় পাওয়া যায়নি।
তিনি জানান, লাশের ময়নাতদন্ত হলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। হত্যা বা অন্য কোনো কারণ রয়েছে কি না, সব মাথায় রেখেই তদন্ত করা হচ্ছে।

