গোবিন্দগঞ্জে নদী থেকে বালু তোলায় দুই লক্ষ টাকা জরিমানা, গ্রেপ্তার ২
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ৩টি ড্রেজার মেশিন জব্দসহ ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা-রংপুর মহাসড়কের নিকটবর্তী হাওয়াখানা এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজির হোসেন।
এসময় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ সহ ৩টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। অবৈধভাবে বালু উত্তোলন, বিপনন ও পরিবহনের দায়ে ২জনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টে আটককৃতদের প্রত্যেককে ১লক্ষ টাকা করে মোট ২ লক্ষ অর্থদন্ড প্রদান করা হয়েছে।

