হবিগঞ্জে ইয়াবা সম্রাট ভাঙারী মখলিছ সহ আটক ২

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৩৭ PM, ১০ নভেম্বর ২০২২

Spread the love

আজিজুল হক সানু, হবিগঞ্জ প্রতিনিধি;

হবিগঞ্জের বাহুবলে আবারও সহস্রাধিক ইয়াবা সহ মখলিছ মিয়া নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী সহ ২ ব্যক্তিকে আটক করা হয়।

আটকাকৃতরা হলেন- বানিয়াচংয়ের মখলিছ মিয়া (৪৫) ও একই গ্রামের সোহাগ মিয়া (৩৫)।

গত বুধবার বিকেলে ৩টার দিকে উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিব ম্যাজিট্রেট মোঃ রুহুল আমীনের নেতৃত্বে মিরপুরে অভিযানকালে তাদের হেফাজতে থাকা  ১ হাজার ৮শত ৫০ পিস ইয়াবা উদ্ধার সহ আটক করা হয়েছে।

জানা যায়, মখলিছ মিয়া তার ওপর সহযোগী  সোহাগ দীর্ঘদিন যাবত বাহুবলে ভাঙারী ব্যবসার আড়ালে ইয়াবা ও গাঁজার ব্যবসা করে আসছে।

মখলিছ ইতিপূর্বে আরও ২ বার গাঁজা সহ গ্রেফতার হয়েছিল। এবার নিয়ে ৩য় বারের মতো আবারও গ্রেফতার হয়েছে।

আপনার মতামত লিখুন :