গাইবান্ধা জেলা হিউম্যান রাইটস্ ফোরামের ২দিন ব্যাপী কর্মশালা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৩৪ PM, ০৯ নভেম্বর ২০২২

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

ইউএনডিপি-হিউম্যান রাইটস্ প্রোগ্রাম, সুইস ও সুইডেন দুতাবাসের সহায়তায় অবলম্বন ও গাইবান্ধা জেলা হিউম্যান রাইটস্ ফোরামের আয়োজনে ২দিন ব্যাপী হিউম্যান রাইটস্ পরিস্থিতি পর্যালোচনা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সভা মঙ্গলবার ও বুধবার (৮ ও ৯ নভেম্বর) সকাল ১০টায় অবলম্বন মিলনায়তনে ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মুর্শীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মানবাধিকার ফোরামের পক্ষ থেকে আলোচনা করেন উদীচী, গাইবান্ধা জেলার সভাপতি জহুরুল কাইয়ুম, উদ্যোগের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান খন্দকার, অবলম্বন এর নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি কায়সার রহমান রোমেল,

জিআরডিএফ এর নির্বাহী পরিচালক আসাদুল ইসলাম, এসকেএসএর কো-অর্ডিনেটর আশরাফুল আলম, ব্র্যাকের ডিস্ট্রিক কো-অর্ডিনেটর মোশারফ হোসেন, শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাফিউল ইসলাম, ইউএসএসবি’র নির্বাহী পরিচালক শারমিন সুলতানা প্রমুখ। ইউএনডিপি-হিউম্যান রাইটস্ প্রোগ্রামের মাইনোরিটি এক্সপার্ট শংকর পাল অনলাইনে যুক্ত হয়ে বিভিন্ন ধরণের পরামর্শ প্রদান করেন।

সভায় গাইবান্ধা জেলায় অপরাধ ও মানবাধিকারের বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। গাইবান্ধা জেলার মানবাধিকার পরিস্থিতি বিশ্লেষন, মানবাধিকার রক্ষায় বিভিন্ন সংগঠনের মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়। এর ভিত্তিতে পরবর্তী পর্যায়ে মানবাধিকার রিপোর্ট করা হবে। এ পর্যালোচনা সভায় গাইবান্ধা জেলায় কর্মরত স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও প্রতিনিধি ও মানবাধিকার কর্মীরা অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :