সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করল জাপান

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৫৮ PM, ০২ নভেম্বর ২০২২

Spread the love

ডিবিসি প্রতিবেদক;

আগামী ২০ নভেম্বর মধ্যপ্রাচ্যের দেশ কাতারে শুরু হবে ফিফা ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে সবার আগে বিশ্বকাপ দল ঘোষণা করলো সূর্যোদয়ের দেশ জাপান। মঙ্গলবার ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে দেশটি।’

হাজিমে মোরিয়াসুর দলে জায়গা করে নিয়েছেন রিয়াল সোসিয়েদাদের মিডফিল্ডার তাকেফুসা কুবো, মোনাকোর মিডফিল্ডার তাকুমি মিনামিনো ও ব্রাইটনের মিডফিল্ডার কাউরু মিতোমা। তিনজনই প্রথমবার খেলবেন বিশ্বকাপের মঞ্চে।’

জাপান দল;
গোলকিপার; সুইচি গোন্ডা, ড্যানিয়েল স্মিট ও এইজি কাওয়াশিমা। রক্ষণভাগ; মিকি ইয়ামানি, হিরোকি সাকাই, মায়া ইয়োশিদা, তাকেহিরো তোমিয়াসু, শোগো তানিগুচি, কো ইতাকুরা, হিরোকি ইতো, ইয়োতো নাগাতোমো ও ইউতা নাকাইয়ামা। মধ্যমাঠ; ওয়াতারু এন্দো, হিদেমাসা মোরিতা, তানাকা, গাকু শিবাসাকা, কাউরু মিতোমা, দাইচি কামাদা, রিতসু দোয়ান, জুনিয়া ইতো, তাকুমি মিনামিনো, তাকেফুসা কুবো ও ইউকি সোমা।  আক্রমণভাগ : দাইজেন মায়েদা, তাকুমা আসানো ও আয়াসে উয়েদা।’

আপনার মতামত লিখুন :