সিলেট বিভাগে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক চুনারুঘাটের বেলায়েত উল্লাহ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৪০ PM, ০২ নভেম্বর ২০২২

Spread the love

মিজানুর রহমান, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার জারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলায়েত উল্লাহ।

বিগত ১২ অক্টোবর ২০২২ বুধবার সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয় কর্তৃক “জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০২২” বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিযোগী বাছাই কমিটি কর্তৃক তাঁকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচন করা হয়েছে।

বাচাই কমিটিতে সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ছাড়া উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক মোঃ জালাল উদ্দিন।

উল্লেখ্য, ইতিপূর্বে প্রধান শিক্ষক বেলায়েত উল্লাহ চুনারুঘাট উপজেলা ও হবিগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেব নির্বাচিত হয়েছেন। এই প্রথম চুনারুঘাট উপজেলা থেকে কোন শিক্ষক জাতীয় প্রাথমিক শিক্ষা পদক এ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়ে জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষক থেকে প্রতিযোগিতায় যাচ্ছেন।

শিক্ষক বেলায়েত উল্লাহ চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিলপাড় গ্রামের অধিবাসী।তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।

আপনার মতামত লিখুন :