বান্দরবানে ম্রো সম্প্রদায়কে উচ্ছেদের প্রতিবাদে কক্সবাজারে জনসুরক্ষা কমিটির মানববন্ধন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৫২ AM, ১৭ নভেম্বর ২০২০

Spread the love

ডিবিসি প্রতিবেদক;

বান্দরবানের চিম্বুক পাহাড়ের ম্রো জাতিগোষ্ঠীদের উচ্ছেদ করে ফাইভ স্টার হোটেল নির্মাণের প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

১৭ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মহেশখালী জনসুরক্ষা কমিটির ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চিম্বুক পাহাড়ে পর্যটন স্থাপনা নির্মাণের ফলে প্রত্যক্ষভাবে ম্রো জাতিগোষ্ঠীর ৪ টি পাড়া এবং পরোক্ষভাবে ৭০ থেকে ৮০টি পাড়া উদ্ভাস্তু হবে, যাদের সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ১০ হাজার। বক্তারা অবিলম্বে চিম্বুক পাহাড়ে ফাইভ স্টার হোটেল, সকল পর্যটন স্থাপনা নির্মাণের পরিকল্পনা বাতিলের সরকারের প্রতি আহবান জানান।

মানববন্ধনচলাকালে বক্তব্য রাখেন, মহেশখালী জনসুরক্ষা কমিঠির সহ সভাপতি মোহাম্মদ শাহাবউদ্দীন, সাংবাদিক জয়নাল আবেদীন, আব্দুল করিম সহ আরও অনেকে।

উল্লেখ্য, বান্দরবানের চিম্বুক পাহাড়ের নীলগিরি পর্যটন কেন্দ্রের কাছে কাপ্রু পাড়া এলাকায় সিকদার গ্রুপ ও সেনা কল্যাণ ট্রাস্ট যৌথ উদ্যোগে ফাইভ স্টার হোটেল ও পর্যটন স্থাপনা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করাতে ম্রো ও পরিবেশবাদিরা ক্ষুব্ধ। উক্ত হোটেল নির্মাণের ফলে ম্রো সম্প্রদায়ের পাশাপাশি জীববৈচিত্রের ব্যাপক ক্ষতি হবে বলেও জানান বক্তারা।

আপনার মতামত লিখুন :