লাখাইয়ে থানা পুলিশের হাতে দুই আসামি গ্রেপ্তার
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জে লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে সন্দেহভাজন ও পলাতক ২ আসামীকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।
থানা সুত্রে জানা যায়, থানার এ এস আই আবেদ আলী সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ৩১ অক্টোবর সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে করাব ইউনিয়নের সিংহগ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ পরোয়ানা ভুক্ত আসামীকে গ্রেপ্তার করে।
অপর এক অভিযানে এস আই মিজান উল হক সঙ্গীয় পুলিশ ফোর্স সহ করাব ইউনিয়নের মনতৈল গ্রাম এলাকায় রাতের বেলায় চলা ফেরা করলে এস আই মিজান উল হকের সন্দেহ হলে তাকে ওই এলাকা থেকে আটক করে।
আটকের পর জানা যায়, বি-বাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার ধরন্ডল গ্রামের মৃত ইস্কান্দর মিয়ার ছেলে শাহীনকে (২৭) কাঃ বিঃ ১৫১ ধারায় গ্রেপ্তার করে।
থানার সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় ও নাসিরনগর থানায় মামলা রয়েছে। আটককৃত আসামীদেরকে ১লা নভেম্বর মঙ্গলবার হবিগঞ্জ সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ নুনু মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

