লাখাইয়ে জাতীয় যুব দিবসের বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাইয়ে জাতীয় যুব দিবসের বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়াম হলে লাখাই উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় যুব দিবস পালন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন। যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা মাওঃ আব্দুল করীমের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্তিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, প্রাণী সম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডাঃ শাহাদাত হোসেন, মৎস্য কর্মকর্তা মোঃ আবু ইউসুফ, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব, মাস্টার আব্দুল মতিন, সাংবাদিক বাহার উদ্দীন সহ আরো অনেকে।
আলোচনা সভায় বক্তারা যুবদের উদ্দেশ্য আত্মকর্মসংস্থানের উপর বিভিন্ন দিনে নিয়ে আলোচনা করেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন লাখাই যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক জয়নাল আবেদীন।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণ প্রাপ্ত ২ জন কে ১লক্ষ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

