হবিগঞ্জে পাঠদান বন্ধ দিয়ে সুবিধাদি শিক্ষকদের রামরাজত্ব

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:১৬ PM, ০১ নভেম্বর ২০২২

Spread the love
আজিজুল হক সানু, হবিগঞ্জ;
হবিগঞ্জে পাঠদান বন্ধ দিয়ে বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণ ও পারিবারিক মামলার বুঝা নিয়ে আদালতে দৌড়ঝাঁপের মধ্যদিয়ে  চলছে একশ্রেণীর সুবিধাদি ফাঁকিবাজ শিক্ষকদের রামরাজত্ব। এসব ঘটনায় সচেতন মহলে দায়িত্ববোধহীনের কথা উঠলেও  সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা দেখেও যেন না দেখার ভূমিকা পালন করছেন।
একাধিক প্রাপ্ত তথ্যমতে জানা যায়, আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কদ্দুছ আলী ও সহকারী শিক্ষক তাপসী বালা দেবকে বিদায় সংবর্ধনা দিতে গতকাল বেলা ১২টার দিকে আলিয়াপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওইখানে একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ তাদের প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ দিয়ে অংশ নেন। অনুষ্ঠানে নজরুল ইসলাম,রিংকু দাশ, হাফিজুর রহমান,আব্দুল হক, আব্দুল আলী,সাজিদুল ইসলাম,
জনাব আব্দুল মালেক, অচিন্ত আর্চায্য, আলী আহমেদ প্রশি, আবুল কালাম প্রশি,আব্দুল হান্নান প্রশিআব্দুর রহমানপ্রশি,শহীদুল আলম, হাবিবুর রহমান,আল ইমরান,  ছালেক মিয়া, আনোয়ার আলী, আহমদ হাসান সুজন, সুশিতল পাল সহ বিভিন্নজন প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এদিকে, দীর্ঘদিন যাবত হোসেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রায়শই পারিবারিক মামলার বুঝা নিয়ে নিজস্ব গতিতেই আদালতে দৌড়ঝাঁপ করছেন। আজও আদালত পাড়ায় তাকে অনেকেই দেখতে পাওয়ার খবর জানিয়েছেন।
অপরদিকে,অনুষ্ঠানের নামে পাঠদান বন্ধ ও মামলার বুঝায় দৌড়ঝাঁপের ঘটনায় সচেতন মহলে রীতিমত সমালোচনা চলছে। অন্যদিকে,স্কুলে অনুপস্থিত থাকলেও রেজেষ্ট্রারী হাজিরা খাতায় সাক্ষর ঠিকই রয়েছে।

আপনার মতামত লিখুন :