পলাশবাড়ীতে হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ী আটক
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
র্যাব-১৩ গাইবান্ধার পলাশবাড়ী থানাধীন জুনদহ বাজারস্থ এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ১২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ৩০ অক্টোবর রাতে র্যাব-১৩ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বগুড়ার নামাজগড় (ডালপট্টি) এলাকার বাবু ফকির পুত্র রিংকু ফকির (২৫) ও পুরান বগুড়ার জেলাদার পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে জাফর হোসেন (৩০)।
র্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র এএসপি পরিচালক (মিডিয়া) মোস্তাফিজুর রহমান একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তারা জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। উক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় র্যাব-১৩ বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং ধৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

