পলাশবাড়ীতে এক বৃদ্ধের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ীতে নিজ ঘর থেকে মোসলেম উদ্দীন (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের হরিনাথপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। মোসলেম উদ্দীন ওই গ্রামের মৃত দারাজ উদ্দীনের ছেলে।
হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রায়হান আলী জানান, মোসলেম উদ্দীনের স্ত্রী মারা গেছেন। একমাত্র ছেলে বিয়ে করে অন্যত্র বসবাস করেন। ফলে বাড়িতে মোসলেম উদ্দীন একাই থাকতেন। দুপুরে তার ঘর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে ঘরের তীরের সঙ্গে মোসলেম উদ্দীনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান তারা। খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল থেকে মোসলেম উদ্দীনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

