ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:০১ PM, ২৮ অক্টোবর ২০২২

Spread the love

সিলেট প্রতিনিধি;

সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটেছে।

নিহতরা হলেন, জকিগঞ্জ সদর ইউপির সেনাপতিরচক গ্রামের ফয়জুল ইসলামের ছেলে ইমন আহমদ (২৪) ও মানিকপুর ইউপির দেওয়ানচক গ্রামের আব্দুল মানিকের ছেলে মুক্তার হোসেন লাল।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মানিকপুর ইউপির কলাকুটা বাংলা বাড়ি এলাকার জকিগঞ্জ-সিলেট সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। তবে ট্রাকটি আটক করা যায়নি।

এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

আপনার মতামত লিখুন :