চুনারুঘাট বাজারে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর জরিমানা
মিজানুর রহমান চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের চুনারুঘাটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বৃহষ্পতিবার বিকালে চুনারুঘাট পৌরসভা কাচা বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। এ সময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করায় ৫ ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক। সার্বিক সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশ এর একটি টিম।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।

