উৎপাদে নতুনত্বের মুখে বাহুবলের রুপাইছড়া রাবার বাগান

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১৮ PM, ২৭ অক্টোবর ২০২২

Spread the love
আজিজুল হক সানু, হবিগঞ্জ প্রতিনিধি;
নতুনত্ব আসছে হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী পাহাড়ি এলাকায় অবস্থিত বশিউক রুপাইছড়া রাবার বাগান।
ইতোমধ্যে, ১ লাখ ৮৫ হাজার ৮০৫টি গাছ থেকে রাবার উৎপাদন ও ৩০ হাজার গাছ কাটা হয়েছে এবং কাঠ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে পাঠানো হয়েছে। এছাড়া প্রায় ১৫০ একর জমিতে নতুন চারা রোপণ করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৭৭ সালে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনায় প্রায় ১ হাজার ৯৬৩.২২ একর পাহাড়ি জমির ওপর রাবার বাগানটি স্থাপিত হয়। পর্যায়ক্রমে রোপণ করা হয় প্রায় ৩ লাখ ৮৫ হাজার গাছ। ১৯৮৮ সাল থেকে এসব গাছ থেকে রাবার উৎপাদন শুরু হয়। ২০১২ সাল পর্যন্ত রোপণকৃত প্রায় গাছেরই উৎপাদনের মেয়াদ শেষ হয়েছে।
রুপাইছড়া রাবার বাগানের ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম জানান, বর্তমানে প্রায় ১ লাখ ৮৫ হাজার ৮০৫টি গাছ থেকে রাবার উৎপাদন অব্যাহত আছে। তবে রাবার কম পরিমাণে উৎপাদন হচ্ছে। এছাড়া জীবনচক্র হারানো গাছ পর্যায়ক্রমে টেন্ডারের মাধ্যমে নিলামে কাটানো হচ্ছে। প্রায় ৩০ হাজার গাছ কাটা হয়েছে। কেটে ফেলা গাছগুলোর কাঠ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে পাঠানো হয়েছে। ওই কাঠ থেকে মানসম্মত ফার্নিচার তৈরি হচ্ছে। যেসব স্থানের গাছ কেটে ফেলা হয়েছে সেখানে নতুন গাছ রোপণ করা হচ্ছে।
গত দুই বছরে প্রায় ১১৫ একর জমির প্রতি একরে ২২৫টি করে চারা রোপণ করা হয়েছে। এ বছর প্রায় ১৫০ একর জমিতে নতুন চারা রোপণ করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু হয়েছে।
আগামী কয়েক বছরের মধ্যে এটি আবার নতুন রাবার বাগানে পরিণত হবে দাবী করে তিনি আরও জানান, ২০১৯-২০২০ অর্থ বছরে ৪০০ মেট্রিক টন রাবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল। একইভাবে ২০২০-২০২১ অর্থ বছরে ৩৭০ মেট্রিকটন রাবার উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়। সর্বশেষ ২০২১-২০২২ অর্থ বছরে ৩৫০ মেট্রিকটন লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রাবার উৎপাদনে প্রায় ১৮০ জন স্থায়ী ও ১০ জন অস্থায়ী শ্রমিক কাজ করছেন বাগানে।

আপনার মতামত লিখুন :