পলাশবাড়ীতে অবৈধ ইটভাটা বন্ধের দাবীতে মানববন্ধন 

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৪৮ PM, ২৬ অক্টোবর ২০২২

Spread the love
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা জুড়ে অবৈধভাবে ব্যাঙের ছাতার মতো গজে ওঠা আবাদি জমি গ্রাসকারী, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি চলমান অবৈধ ইটভাটা গুলো বন্ধের একদফা দাবীতে পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের আয়োজনে সর্বস্তরের জনতার অংশগ্রহণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৬ অক্টোবর বুধবার বেলা ১২ ঘটিকায় পলাশবাড়ী চৌমাথা মোড়ে পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের আহবায়ক সাংবাদিক আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব রবিউল ইসলাম লিয়াকতের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আদিল নান্নু, প্রেসক্লাব পলাশবাড়ীর সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের সদস্য শামীম রেজা, সদস্য ইমরান সরকার,
উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাবেক সহ-সভাপতি মাসুদ পোদ্দার, সাবেক সাংগঠনিক সম্পাদক সরোয়ার কবির মজনুসহ অন্যান্যরা। সমগ্র মানবন্ধনের সঞ্চালনা করেন পলাশবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন।
এসময় মানববন্ধনে পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজ এর আহবায়ক কমিটির সদস্যগণসহ সর্বস্তরের সচেতন জনসাধারণ অংশ নেন। বক্তারা, পরিবেশ, জীবন, জনপদের জন্য হুমকি হয়ে চলা অবৈধ ইটভাটা দ্রুত বন্ধের দাবী বাস্তবায়নের আহবান জানান।

আপনার মতামত লিখুন :