দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সহ-সম্পাদক হলেন এম এ রাজা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৪৪ PM, ২৫ অক্টোবর ২০২২

Spread the love
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের বহুল আলোচিত দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সহ-সম্পাদক হিসেবে সাংবাদিক এম এ রাজাকে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকালে পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক সুশান্ত দাস গুপ্ত তাকে এই নিয়োগ প্রদান করেন। এর আগে পত্রিকা প্রকাশনার শুরুলগ্নে থেকে স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন এম এ রাজা।
এ বিষয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত এম এ রাজা র সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রকাশক ও সম্পাদক সুশান্ত দাস গুপ্ত আমাকে যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব পালনে সব সহকর্মী সহ প্রত্যেকের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
উল্লেখ্য, সাংবাদিক এম এ রাজা জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

আপনার মতামত লিখুন :