পলাশবাড়ীতে ইজিবাইক উল্টে নিহত ১
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী ইজিবাইক উল্টে আছিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুই যাত্রী।
আজ ২৩ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের রাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আছিয়া বেগম উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের মনির উদ্দীনের স্ত্রী।
আহতরা হলেন, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা সদরের জাহাঙ্গীর (৬০) ও গাইবান্ধা সদররের চান্দুস মিয়া (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে গাইবান্ধা থেকে পলাশবাড়ী গামী একটি ইজিবাই উপজেলা সদরের রাইস মিল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক আছিয়া বেগমকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

