গোবিন্দগঞ্জে আগুনে পুড়ল পত্রিকা বিক্রেতার বাড়ী

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩৬ PM, ১৪ অক্টোবর ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পত্রিকার হকার হেলাল মিয়ার বাড়ি বৈদ্যুতিক শটসার্কিটের আগুনে পুড়ে ভস্মীভুত হয়ে গেছে। উপজেলা মহিমাগঞ্জ ইউনিয়নের জিরাই গ্রামে এ ঘটনা ঘটে। হেলাল গোবিন্দগঞ্জ উপজেলা শহরের পত্রিকা বিক্রি করেন।

শুক্রবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে হঠাৎ শটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডর সূত্রপাত হয়। এতে হেলাল মিয়ার দুটি ঘর আগুনে ভস্মীভূত হয়ে যায়। এসময় বৈদ্যুতিক লাইন চালু থাকায় প্রতিবেশিরা এগিয়ে আসলেও কোনো সহযোগিতা করতে পারেননি। ফলে চোখের সামনে তার বাড়ি পুড়ে যেতে দেখেন সবাই।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতই শুক্রবার সকালে তিনি গোবিন্দগঞ্জ শহরে পত্রিকা বিক্রি করতে যান।

হেলাল মিয়া বলেন, মুঠোফোনে বাড়িতে আগুন লাগার খবর পেয়ে বাড়িতে গিয়ে দেখতে পান তার দুটি টিনের বসতঘর আগুনে পুড়ে গেছে।

তিনি আরও বলেন, তার ঘরেবথাকা স্টিলের বাক্সের ভেতরে রক্ষিত বাড়ি তৈরির জন্য সঞ্চিত নগদ ৬০ হাজার টাকা ও ৫ হাজার টাকার প্রাইজবন্ড পুড়ে যায়।

আগুনে পুড়ে তার প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এলাকাবাসী জানান, খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছার আগেই বাড়ি পুড়ে যায়।

এদিকে, বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আব্দুল লতিফ প্রধান ও মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন।

অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত হেলাল মিয়াকে শুকনো খাবার, কাঁচা বাজার, চাল, ডাল, তেল, লবণ, চিনি, মুড়ি, আলু, পেয়াজ, মরিচ, সাবান ও মাছ সহ আর্থিক সহায়তা নগদ ১০ হাজার টাকা প্রদান করেন।

আপনার মতামত লিখুন :