পলাশবাড়ীতে জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
জাতীয় শ্রমিকলীগের গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিকলীগ পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ অক্টোবর বুধবার বিকালে উপজেলা আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ে উপজেলা জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিকলীগের সহ-সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরোয়ার কবির মজনু’র পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত
বিশেষ অতিথি উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নকল নবিশ পলাশবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আঃ হামিদ মুকুল, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আঃ জলিল সরকার, কিশোরগাড়ী ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, পলাশবাড়ী উপজেলা শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদের সাধারণ সম্পাদক শহিদ সরকার ওসমান,
পলাশবাড়ী পৌর তাঁতীলীগের সাধারণ সম্পাদক পলাশ সরকার, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক বদিউজ্জামান স্বপন, উপজেলা যুবলীগ পলাশবাড়ী উপজেলা শাখার সদস্য রেজাউল নবী লিও, জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিকলীগের সহ-সভাপতি মাসুদ পোদ্দার, মতিয়ার, রুহুল আমিন, আসাদুজ্জামান, নির্মাণ শ্রমিকলীগ নেতা শফিকুল, ফারুক, লোকমান প্রমূখ।

