লাখাইয়ে যানজট জনভোগান্তি চরমে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:১০ PM, ০৪ অক্টোবর ২০২২

Spread the love

এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জের লাখাইয়ে বিভিন্ন রাস্তাঘাটে যানজটের কারনে জন জীবন চরম ভোগান্তিতে পড়ছে জন জীবন।

সরেজমিনে লাখাই উপজেলার বিভিন্ন হাট বাজারে রাস্তার উপর বিভিন্ন ধরনের যানবাহন রাখার কারনে এই যানজটের মূল কারন। বুল্লা বাজার,  কালাউক বাজার, বামৈ বড় বাজার এই স্হান গুলি যানঝট হরহামেশা লেগেই থাকে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, লাখাই উপজেলার যেসব স্থানে যানজট সৃষ্টি হয়। সেই সব স্থানগুলি চিহ্নিত করে অতিশিগ্রই এর ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরোও বলেন, ১৮ বছরের নীচে যে সব চালককে রাস্তায় পাওয়া যাবে। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ নুনু মিয়া মুঠোফোনে বলেন, ইতিমধ্যে  টমটম ও ইজিবাইক চালকদেরকে নিয়ে মতবিনিয় করে তাদেরকে নির্দেশনা দিয়েছি। যে কোন চালক রাস্তায় যানজট সৃষ্টি না করে এবং ১৮ বছরের নীচে যেন কোন চালক গাড়ী না চালায়।  এ দিকে কালাউক সড়ক বাজারে সংলগ্ন ভাদিকারা রাস্তায় টমটম ও ইজিবাইক চালকরা রাস্তায় গাড়ী পার্কিং করে যানজট সৃষ্টি করায় প্রায় সময়ই দূর্ঘটনা ঘটেই চলছে।

এই ব্যাপারে ভাদিকারা সচেতন নাগরিকরা এই যানজটের কারনে অতিষ্ট হয়ে পড়েছে।

কালাউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব এ প্রতিনিদিকে জানান, আমার এই শিক্ষা প্রতিষ্টানে ভাদিকারা গ্রামের প্রায় ৫ শত ছাত্র ছাত্রী অধ্যায়নরত আছে। কিন্তু বিদ্যালয়ে আসা যাওয়া করতে ঐ রাস্তায় যানজটের কারনে নানা বিড়ম্বনায় স্বীকার হচ্ছে।

লাখাই উপজেলার নানা পেশার লোকের দাবী জানিয়ে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নজড়ে নিয়ে জরুরী ভিওিতে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য দাবী জানান।

আপনার মতামত লিখুন :